মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শিক্ষকের অশালীন মন্তব্যে ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ

বাগেরহাট, মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষকের অশালীন মন্তব্যের কারণে এক ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মোরেলগঞ্জ কে.জি মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রী একাধিকবার আÍহত্যার চেষ্টাও করেছেন। এ ঘটনায় গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ছাত্রীর বাবা। অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালের এসএসসি পরীক্ষার্থী ওই ছাত্রী পিতার অসচ্ছলতার কারণে ফরম পূরণের জন্য স্কুলনির্ধারিত টাকা দিতে ব্যর্থ হয়। পরে সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানতে পারেন ছাত্রীটি বিদ্যালয়ের বাইরের শিক্ষকদের কাছে প্রাইভেট পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে গত শনিবার ক্লাসচলাকালে ওই ছাত্রীকে গালমন্দ করেন নুরুল ইসলাম। ছাত্রীকে তিনি পতিতাবৃত্তি করার জন্য বলেন। লজ্জা, ঘৃণায় ছাত্রী বিদ্যালয়ে যাওয়াসহ প্রাইভেট পড়াও বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে প্রধান শিক্ষক সাজেদা খাতুন ও বিদ্যালয়ের সভাপতি এম এমদাদুল হক জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত শিক্ষক নুরুল ইসলাম জানান, ফি কম দেওয়ার বিষয়ে কথা হয়েছে, কোনো অশ্লীল উক্তি করা হয়নি।

সর্বশেষ খবর