বুধবার, ১১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দখলে দূষণে বিপন্ন বাসিয়া

সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ (সিলেট)

দখলে দূষণে বিপন্ন বাসিয়া

ময়লার ভাগাড় বাসিয়া নদী - বাংলাদেশ প্রতিদিন

দখলে-দূষণে ক্রমেই মরা খালে পরিণত হচ্ছে সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিয়া নদী। উপজেলা সদরের ওপর দিয়ে বয়ে যাওয়া এক সময়ের ভরাযৌবনা নদী হারিয়েছে নাব্যতা। নদীর দুই পাড়ে জেগে উঠা চরে জমেছে ময়লার স্ত‚প। উপজেলায় আর্বজনা ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় সবাই ময়লা ফেলছেন নদীতে। বাসা-বাড়ি ও দুই পাড়ের ব্যবসায়ীদের রাখা বর্জ্যে ভরে উঠছে নদী। এই সুযোগে ভরাট হওয়া নদীর জায়গায় দখলবাজরা নির্মাণ করছেন পাকা-আধপাকা ঘর। দখল প্রতিযোগিতায় বিলীন হওয়ার উপক্রম হয়েছে বাসিয়া নদী। ক্রমেই সরু হয়ে আসছে এর গতিপথ। দুই পাড়েই রয়েছে সারি সারি অবৈধ স্থাপনা। খোদ প্রশাসনের নাকের ডগায়ই চলছে নদী দখল। গত বছর বসিয়া নদী খনন প্রক্রিয়া শুরু হলে একাট্টা হয় দখলদাররা। অদৃশ্য ইশারায় দখলকৃত এলাকায় আসার আগেই থেমে যায় খনন কাজ। এ নিয়ে স্থানীয় কৃষকরা প্রতিবাদ করলেও দখল এলাকা খনন না করেই কাজ শেষ করেন সংশ্লিষ্টরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুল হক জানান, শিগগিরই বর্জ্য ফেলার বিকল্প ঠিক করে নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর