বুধবার, ১১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ইউএনওর নোটিসে সাড়া দেননি অভিযুক্ত শিক্ষক

ছাত্রীকে অশালীন মন্তব্য

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে ছাত্রীকে অশালীন মন্তব্য করার ঘটনা তদন্তের জন্য পাঠানো নোটিসে সাড়া দেননি অভিযুক্ত শিক্ষক নুরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার‌্যালয়ে গতকাল দুপুরে তার হাজির হওয়ার কথা ছিল।  নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, ‘ভুক্তভোগী ছাত্রী, তার বাবা ও অভিযুক্ত শিক্ষক নুরুল ইসলামকে আমার দফতরে হাজির হওয়ার জন্য নোটিস পাঠিয়েছিলাম। কিন্তু কোনো পক্ষই হাজির হয়নি। তাদের নিজেদের মধ্যে একটা সমঝোতা হয়ে থাকতে পারে।’ এ বিষয়ে কে.জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা খাতুন বলেন, ‘আমার কাছে কোনো অভিযোগ কেউ দেয়নি। তবে ঘটনা শোনার পর কাল জরুরি সভা আহ্বান করেছি।’ প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে কে.জি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ফি নির্ধারণ করে তিন হাজার ৫০০ টাকা।

ভুক্তভোগী ছাত্রী আর্থিক অসচ্ছলতার কারণে পুরো টাকা দিতে না পারায় গত শনিবার তাকে গালমন্দ করেন সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম।  পর দিন থেকে লজ্জা, ঘৃণায় ছাত্রী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয় এবং আত্মহত্যার চেষ্টা চালায়।

সর্বশেষ খবর