বুধবার, ১১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

রাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, শিক্ষার্থীসহ চারজনের দণ্ড

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে আরও ৫ পরীক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল ই ও ডি-ইউনিটের পরীক্ষা চলাকালে এসব ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জের মজিবুর রহমানের ছেলে শরীফুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফিরোজ আহমেদ, বগুড়ার খান্দারের আফছার আলীর ছেলে ফজলে রাব্বী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী জামাল আহমেদ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান জানান, ই-ইউনিটের পরীক্ষা চলাকালে অন্যের পক্ষে পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে শরীফুল ইসলাম ও ফিরোজ আহমেদকে বহিষ্কার করে প্রক্টর দফতরে পাঠানো হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় সেখানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শুকলা সরকার তাদের এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ডি-ইউনিটের পরীক্ষা চলাকালে উত্তরপত্রের সেট কোডের ফাঁকা বৃত্ত কলমের কালি দিয়ে পূরণ না করে অভিনবভাবে কালো টিপ ব্যবহার করার অভিযোগে ফজলে রাব্বীকে বহিষ্কার করা হয়। তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই ইউনিটের পরীক্ষা চলাকালে জামাল আহমেদকে অন্যকে সাহায্য ও হলে বিশৃঙ্খলা করার অভিযোগে বহিষ্কার করা হয়। তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সর্বশেষ খবর