বুধবার, ১১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
জননিরাপত্তা বিঘ্নের আশঙ্কা

মাগুরায় তিন নেতার অস্ত্রের লাইসেন্স বাতিল

মাগুরা প্রতিনিধি

যত্রতত্র অস্ত্র প্রদর্শন করে জনমনে ভীতি সঞ্চারসহ একাধিক অভিযোগে মাগুরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন কুমার রায়সহ তিনজনের অস্ত্রের লাইসেন্স বাতিল হয়েছে। লাইসেন্স বাতিল হওয়া অপর দুজন হলেন জেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সংগ্রাম আহমেদ শামীম ও জেলা বিএনরি নির্বাহী সদস্য রফিকুল ইসলাম রিপু। তাদের লাইন্সেস বাতিলের বিষয়টি গতকাল নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সী আছাদুজ্জামান।

তিনি জানান, কিছুদিন আগে জননিরাপত্তা বিঘিত হওয়ার আশঙ্কাসহ একাধিক কারণে তাদের লাইন্সেস বাতিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রাণালয় ও জেলা প্রশাসকের কাছে চিঠি দেন মাগুরা পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জেলা প্রশাসক মাহবুবর রহমানের দফতর থেকে লাইন্সেস বাতিলের আদেশ পুলিশকে জানানো হয়। তপন রায়ের কাছে আছে একটি পিস্তল ও শর্টগান। শেখ শামীমের কাছে একটি শর্টগান ও রফিকুল ইসলামে কাছে একটি বন্দুক রয়েছে। সদর থানার ওসি জানান, তাদের অস্ত্র জমা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর