শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাগেরহাটে বালিশ চাপায় গৃহবধূ হত্যা

প্রতিদিন ডেস্ক

বাগেরহাট সদর উপজেলার বেমরতা গ্রামে মিনা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামী পুলিশের কনস্টেবল পলাতক রয়েছেন। বৃহস্পতিবার রাতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত গৃহবধূ মিনা দুই কন্যা সন্তানের জননী। পুলিশ কনস্টেবল কাওসার বর্তমানে গোপালগজ্ঞ জেলায় কর্মরত। নিহতের মেজ ভাই কামরুজ্জামান খানের অভিযোগ- তার বোনকে যৌতুকের দাবিতে কাওসার পরিকল্পিতভাবে হত্যা করেছে। বাগেরহাটের সহকারী পুলিশ সুপার জিয়াউল আলম জানান, পুলিশ কনস্টেবল কাওসার কিছুটা মাদকাসক্ত ছিল। বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে সে তার স্ত্রী মিনাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে ঘরের বাইরে তালা লাগিয়ে পালিয়ে যায়। চুয়াডাঙ্গায় ব্যবসায়ীর হাত ও চোখ বাঁধা লাশ উদ্ধার : চুয়াডাঙ্গা সদর উপজেলার ভুলটিয়া গ্রামের কাঁচা রাস্তার ওপর থেকে রবিউল ইসলাম রবি (৪৫) নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর হাত ও চোখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রবিউল ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে। সোনারগাঁয়ে নারীকে জবাই : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ইউসুফগঞ্জ গ্রামে গতকাল সকালে ফিরোজা বেগম (৫৮) নামের এক নারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা একটি ছোরা উদ্ধার করেছে। পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের ভাষ্যমতে, ফিরোজা তার প্রবাসী ছেলে মতিউর রহমানের স্ত্রী সুপ্তিকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। সুপ্তি গত বৃহস্পতিবার তার বাবার বাড়ি চলে যাওয়ায় তিনি একা বাড়িতে ছিলেন। মেহেন্দিগঞ্জ ও ভালুকায় অজ্ঞাত লাশ : বরিশালের মেহেন্দীগঞ্জ পৌর শহরের বাগান থেকে এবং ময়মনসিংহের ভালুকা উপজেলার বাঘেরবাজার গ্রামের কুমাইড়া বিলে মহন মিয়ার মৎস্য খামার থেকে দুই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের উভয়ের বয়স আনুমানিক ৫৫ বছর। অজ্ঞাত লাশ দুটি মর্গে পাঠিয়েছে পুলিশ। (প্রতিনিধিদের পাঠানো তথ্যে প্রতিবেদনটি তৈরি।)

সর্বশেষ খবর