শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

গৃহবধূকে হত্যার পর গুম!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শারমিন আক্তার (১৮) নামে এক গৃহবধূকে স্বামী হত্যার পর গুম করেছে বলে অভিযোগ করেছে ওই গৃহবধূর পরিবার। নিখোঁজের তিন দিন পরও মেয়েকে না পেয়ে  জামাতার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে পরিবারটি।  উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় ঘটে এ ঘটনা। নিখোঁজ গৃহবধূর মা শাহানা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। নিখোঁজ শারমিন আক্তারকে উদ্ধার ও তার স্বামী জুয়েল মিয়াকে আটকের চেষ্টা চলছে। -রূপগঞ্জ প্রতিনিধি

‘আমাদের আড়াইহাজার’

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে সাপ্তাহিক প্রকাশনা ‘আমাদের আড়াইহাজার’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বিশনন্দীতে পালিত হয়েছে। পত্রিকার সম্পাদক মাসুম বিল্লাহর সভাপতিত্বে এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আবু দারদা জোবায়ের, সহকারী কমিশনার (ভ‚মি) মুহাম্মদ শরিফুল হক, ওসি শাখাওয়াত হোসেনসহ আড়াইহাজার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদীর সাংবাদিকরা উপস্থিত ছিলেন। -আড়াইহাজার প্রতিনিধি

মাদারগঞ্জে ডাক বাংলো উদ্বোধন

জামালপুরের মাদারগঞ্জে দৃষ্টিনন্দন জেলা পরিষদ ডাক বাংলো উদ্বোধন ও ১০৩টি কমিউনিটি ক্লিনিকে সোলার প্যানেল, আটটি সেলাই মেশিন, দশটি রিকশাসহ প্রচুর ফার্নিচার বিতরণ করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। শুক্রবার বিকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে ইউএনও ড. কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, মির্জা গোলাম কিবরিয়া কবির প্রমুখ। -মাদারগঞ্জ প্রতিনিধি

বিনামূল্যে চিকিৎসা

ফেনীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ও ছানী অপারেশন ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ফেনী পৌরসভা মিলনায়তনে শুক্রবার দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন লায়ন্স জেলা গভর্নর লায়ন এসএম ওয়াহিদুজ্জামান বাবর। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি২ এর সদ্য প্রাক্তন ডিস্ট্রিক গভর্নর লায়ন ইঞ্জিনিয়র এমএ আউয়াল, ফাস্ট ভাইস গভর্নর লায়ন জোনায়েদ ইকবাল, সেকেন্ড ভাইস গভর্নর কাজি সাইফুল ইসলাম সোহেল, রিজিয়ন চেয়ারপারসন লায়ন মো. রুহুল আমিন ভূঁইয়া প্রমুখ। -ফেনী প্রতিনিধি

এক হাজার ২৯৩ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহ পৌরসভা। নগরীর টাউন হল মাঠে গতকাল এ সংবর্ধনা দেওয়া হয়। পৌরসভার উদ্যোগে ৫ম বারের মত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধিত করেন ময়মনসিংহের পৌর মেয়র ইকরামুল হক টিটু। অনুষ্ঠানে এক হাজার ২৯৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. জহিরুল হক খোকা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুমিনুন্নিসা সরকারি কলেজের অধ্যক্ষ এনএম শাহজাহান সরকার, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ একেএম আবদুর রফিক ও সংবর্ধনা কমিটির আহ্বায়ক কাউন্সিলর মাহবুবুর রহমান হেলাল প্রমুখ।

-ময়মনসিংহ প্রতিনিধি

খেতমজুর ইউনিয়নের কমিটি গঠন

বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের দুই দিনের সম্মেলন ও কাউন্সিল শেষে ৩৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রবীণ বাম রাজনীতিক বিমল বিশ্বাস, কার্যকরি সভাপতি অধ্যাপক ইসহাক শরীফ ও জাকির হোসেন রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার সম্মেলনকক্ষে খেতমজুর ইউনিয়নের ৩৫ সদস্যবিশিষ্ট এই কেন্দ্রীয়  কমিটির ঘোষণা দেওয়া হয়। সম্মেলন আয়োজক কমিটির প্রধান ও সংগঠনের সহ-সভাপতি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি সংবাদ সম্মেলনে কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেন। 

-সাতক্ষীরা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর