শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শ্রীপুরে বাল্যবিয়ে ঠেকাল শিশুরা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শিশু সুরক্ষা দলের উদ্যোগে নীলিমা (১১) নামের এক জেএসসি পরীক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। নিলীমা সিংগারদিঘী গ্রামের আবু সাঈদের মেয়ে এবং স্থানীয় সিংদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। বৃহস্পতিবার তার বিয়ে হওয়ার কথা ছিল। মাওনা ইউনিয়ন শিশু সুরক্ষা দলের উপদেষ্টা সাহিদা আক্তার স্বর্ণা জানান, নীলিমার বিয়ের কথা জানতে পেরে তিনিসহ ওই দলের কয়েক সদস্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা বিলকিস নাহারসহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানান। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা ওই রাতেই নীলিমাদের বাড়িতে গেলে বরপক্ষের লোকজন পালিয়ে যান। বর সাদি (২৩) সিংদিঘী গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি একটি পোশাক কারখানার শ্রমিক। সাহিদা আক্তার স্বর্ণা এর আগে নিজের বাল্য বিয়ে ছাড়াও প্রায় ৩০টি বাল্য বিয়ে বন্ধে ভ‚মিকার জন্য নরওয়ে থেকে পুরস্কৃত হয়েছেন।

সর্বশেষ খবর