সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বৈদ্যুতিক তার ছিঁড়ে অগ্নিকাণ্ড, আহত ১০

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী মধ্যআরিচপুরে গতকাল বৈদ্যুতিক তার ছিঁড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কয়েকটি দোকান ও বাসাবাড়ির টিভি, ফ্রিজসহ বৈদ্যুতিক বিভিন্ন সরঞ্জাম বিকল হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় প্রায় এক কিলোমিটার এলাকার বৈদ্যুতিক তার। ঘটনার সময় আহত হন ১০ জন। তাদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে দুর্ভোগের শিকার হন সাধারণ মানুষ। প্রত্যক্ষ্যদর্শীরা জানান, রবিবার দুপুরে শেরেবাংলা রোডের ইতালি প্রবাসী তোফাজ্জল হোসেনের নির্মাণাধীন বাড়ির চার তলায় থাই গ্লাস উঠানোর সময় রশি ছিঁড়ে গ্লাস ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক লাইনের ওপর পড়ে। এ সময় তাড় ছিঁড়ে আগুন ধরে যায়। সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ জানান, নির্মাণাধীন ওই বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যেখানে যেখানে তার ছিঁড়েছে তা মেরামতের কাজ চলছে। তবে ভবন মালিকের মেয়ে তামান্না জানান, ট্রান্সমিটার বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটেছে।

সর্বশেষ খবর