বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শিক্ষার্থীদের বাসে হামলা, আহত ১০

আশুলিয়া প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় জেএসসি পরীক্ষার্থী বহনকারী দুটি বাসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দুই শিক্ষক ও পাঁচ ছাত্রছাত্রী আহত হয়েছে। গতকাল দুপুরে ভাদাইল পবনারটেক এলাকায় বিদ্যুতের তার ছেঁড়ার ক্ষতিপূরণের দাবিতে স্থানীয় যুবকরা এ হামলা চালায়। আহতরা স্থানীয় হাবিব ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আশুলিয়ার পেয়ার আলী স্কুল অ্যান্ড কলেজ ও হাজী ওয়াজউদ্দিন প্রি ক্যাটেড অ্যান্ড হাইস্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা শেষে দুটি বাসে বাসায় ফিরছিল। তাদের সঙ্গে ছিলেন কয়েকজন শিক্ষক। পথে ভাদাইল পবনারটেক এলাকায় এলে নিচু হয়ে থাকা একটি বৈদ্যুতিক তার শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের স্পর্শে ছিঁড়ে যায়। এ সময় পবনারটেক এলাকার আশরাফ আলী ও স্বাক্ষরের নেতৃত্বে ছয়-সাত যুবক তার ছেঁড়ার ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকা দাবি করে। তারা শিক্ষকদের লাঞ্ছিত করে। পরে লাঠিসোঁটা নিয়ে বাসের গ্লাস ভাঙচুর করে। এতে কাচের টুকরা লেগে দুই শিক্ষক ও পাঁচ শিক্ষার্থী আহত হয়। আশুলিয়া থানার ওসি মহসীনুল কাদের জানান, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর