রবিবার, ২২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

‘সবুজ উপকূল উৎসব’

‘সবুজ বাঁচাই, সবুজে বাঁচি’ এই স্লোগান সামনে রেখে ভোলায় বৃক্ষরোপণ, র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ‘সবুজ উপকূল উৎসব ২০১৫’ পালিত হয়েছে। পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়াতে উপকূলজুড়ে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সহায়তায় গতকাল ওই উৎসবের আয়োজন করে উপকূল বাংলাদেশ নামে একটি বেসরকারি সংগঠন। সকাল ৯টায় জেলা প্রশাসক সেলিম রেজা শহরের এ রব মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন। রফিকুল ইসলাম মন্টুর সার্বিক তত্ত্বাবধানে ও আহাদ চৌধুরী তুহিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মোশারেফ হোসেন, আব্দুর রশীদ, এম হাবিবুর রহমান প্রমুখ।

-ভোলা প্রতিনিধি

পুরস্কার বিতরণ

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল প্রতিষ্ঠানটির অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মনিরুজ্জামান খান। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সম মাহবুব-উল-আলম। সভা শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

-খাগড়াছড়ি প্রতিনিধি

যুবলীগের বর্ধিতসভা

টাঙ্গাইলের ঘাটাইলে গতকাল প্রাথমিক শিক্ষক সমিতির সভাকক্ষে উপজেলা যুবলীগের বর্ধিতসভা হয়েছে। ছারোয়ার আলম রুবেলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা আজমল হোসেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক আ. রহিম, শহীদুজ্জামান খান শহীদ সুমখ।

-ঘাটাইল প্রতিনিধি 

শেরপুরে নির্বাচনী শোডাউন

আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে সরকার দলীয় মনোনয়নপ্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমানের সমর্থনে বিশাল  শোডাউন হয়েছে। নির্বাচনী মিছিলটি গতকাল বিকাল ৩টার দিকে শহরের নবীনগর এলাকা থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে শেষ হয়। -শেরপুর প্রতিনিধি

পুলিশ সদস্য গ্রেফতার

বাগেরহাটে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে কাওসার শেখ নামে এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রা উপজেলার খলসিখালি এলাকা থেকে গতকাল তাকে গ্রেফতার করা হয়। কাওসার গোপালগঞ্জ পুলিশ লাইনে কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। -বাগেরহাট প্রতিনিধি

 

 

কল্যাণ পার্টির সভা

বাংলাদেশ কল্যাণ পার্টি কুমিল্লা জেলা শাখার উদ্যোগে এক সভা পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দলের কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি আঞ্জুমানারা। প্রধান অতিথি ছিলেন কল্যাণ পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না। -কুমিল্লা প্রতিনিধি

সর্বশেষ খবর