শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নরসিংদীতে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

প্রতিদিন ডেস্ক

নরসিংদীতে দুই ট্রাকের সংঘর্ষে উভয় ট্রাকের চালক নিহত হয়েছেন। সিরাজগঞ্জে দুই বাসের সংঘর্ষে চালকসহ মারা গেছেন দুজন। আহত হয়েছেন ১৫ যাত্রী। এছাড়া পঞ্চগড়ে স্কুলছাত্রী এবং মুকসুদপুরে বাসচাপায় কৃষক নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

নরসিংদীতে বালু বোঝাই ট্রাক ও সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ট্রাক দুটির চালক নিহত হন। তারা হলেন, ট্রাকের চালক নরসিংদীর শরিফ মিয়া ও শিবপুরের কুমড়াদি দরিআলগী গ্রামের ফরিদ মিয়া। শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শীলমান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে  যায়। দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নেওয়ার পর প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান উল্লাহ চৌধুরী বলেন, নিহতদের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সিরাজগঞ্জ :  বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া বাজারে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পঞ্চগড় : পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মনিরা আকতার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শুক্রবার তেঁতুলিয়া উপজেলার প্রধানগজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মনিরা আকতার উপজেলার প্রধানগজ গ্রামের মোস্তফা কামালের কন্যা। মুকসুদপুর : গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে তাপস কুমার হাওলাদার নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি ওই উপজেলার দাসেরহাট গ্রামের মধুসুধন হাওলাদারের ছেলে।

সর্বশেষ খবর