শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

‘লালমনিরহাটে আর বাল্যবিয়ে নয়’

লালমনিরহাট প্রতিনিধি

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, লালমনিরহাটে আজ (শুক্রবার) থেকে আর একটিও শিশুবিয়ে নয়। অতীতে এ জেলা নিরক্ষরমুক্ত হয়েছে, আজ থেকে এ জেলাকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করা হলো। গতকাল বিকালে হাতীবান্ধা এসএস মডেল হাইস্কুল মাঠে লালমনিরহাটকে বাল্যবিয়েমুক্ত জেলা ঘোষণা উপলক্ষে আয়োজিত গণসমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে গণসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের সদস্য হুমায়ুন খালিদ, রংপুর বিভাগীয় কমিশনার দিলোয়ার বখ্ত, লালমনিরহাট জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী, লালমনিরহাট পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু প্রমুখ।

এদিকে কালীগঞ্জ কেইউপি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহম্মেদ উপস্থিত সবাইকে বাল্যবিয়ে বন্ধে শপথবাক্য পাঠ করান। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার, নিকাহ রেজিস্ট্রি কাজী, মসজিদের ইমাম, পুরোহিতসহ প্রশাসনের কর্মকর্তারা শপথ নেন।

সর্বশেষ খবর