শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

দিনাজপুরে জেএসডির প্রতিনিধি সভা

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি দিনাজপুর জেলা শাখা আয়োজিত প্রতিনিধি সভা গতকাল দুপুরে নাট্য সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন। তিনি তার বক্তৃতায় বলেছেন, ফ্যাসিবাদ ও জঙ্গিবাদ মোকাবিলায় গণতান্ত্রিক ব্যবস্থাকে উন্নত করতে হবে। দেশে জনগণের ভোটাধিকার, মৌলিক অধিকার ও পূর্ণ রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জেএসডি দিনাজপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবদুল হাইয়ের সভাপতিত্বে প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেএসডির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও রংপুর জেলা শাখার সভাপতি আমীন উদ্দীন বিএসসি, কাহারোল উপজেলা শাখার সভাপতি আবদুল খালেক প্রমুখ। সভা শেষে অ্যাডভোকেট আবদুল হাইকে সভাপতি, অ্যাডভোকেট গোলাম রব্বানীকে সাধারণ সম্পাদক ও শাখাওয়াত হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট দিনাজপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। -দিনাজপুর প্রতিনিধি

 

ঢাকা জেলা যুবলীগের বর্ধিত সভা

আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী সফল করার লক্ষ্যে ঢাকা জেলা যুবলীগের উদ্যোগে বর্ধিত সভা গতকাল বিকালে কেরানীগঞ্জ ইস্পাহানী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও মুদ্রণ শিল্প সমিতির চেয়ারম্যান শহীদ সেরনিয়াবাত। ঢাকা জেলা যুবলীগ সভাপতি শফিউল আলম খান বারকুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ ও ফারুক হাসান তুহিন। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা শাহবুদ্দিন শাহা, মোয়াজ্জেম হোসেন, রফিকুল ইসলাম, শান্ত সেরনিয়াবত, এবাদুল হক সবুজ, মনির হোসেন হাওলাদার, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া সুমন, সাজিদুর রহমান বিপ্লব প্রমুখ। - প্রতিদিন ডেস্ক

 

প্রতিবন্ধীদের প্রশিক্ষণ

গাজীপুরের টঙ্গী মন্নু টেক্সটাইল মিল্স উচ্চবিদ্যালয়সংলগ্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ফিউচার পাওয়ারের উদ্যোগে নিজ কার্যালয়ে গতকাল প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিদের আত্ননির্ভরশীল করার লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন হয়েছে। আনিছুল ইসলাম লিপুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন কেয়া কসমেটিক্সের পরিচালক আক্কাস আলী পাঠান, সমাজসেবা অফিসার আ ফ ম আমান উল্লাহ, বিসিক জিন্স কালেকশনের ব্যবস্থাপনা পরিচালক মমিন উল্লাহ, এলউসাইন কারখানার পরিচালক শ্যামল রায়, মাহফুজুর রহমান মহল, বসির আল হোসাইন প্রমুখ।- টঙ্গী প্রতিনিধি

 

একই নম্বরের তিন মোটরসাইকেল জব্দ

চুয়াডাঙ্গায় একই রেজিস্ট্রেশন নম্বরের (খুলনা মেট্রো-ল ১১-২৪৫৭) ৩টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এক মাস ২৭ দিনের ব্যবধানে গাড়িগুলো জব্দ করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, গত ২৯ সেপ্টেম্বর শহরের শহীদ হাসান চত্বর থেকে একটি এফজেডএস মোটরসাইকেল জব্দ করে। পরে গত বুধবার ও বৃহস্পতিবার একই নম্বরের আরও দুটি ফেজার মোটরসাইকেল জব্দ করা হয়। গাড়িগুলো চুয়াডাঙ্গা সদর থানায় রয়েছে। তবে গাড়িগুলোর কেউ মালিকানা দাবি করে থানায় আসেনি। -চুয়াডাঙ্গা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর