রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বকেয়ার দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। উত্তেজিত শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার দুপুরে উপজেলার যাত্রামুড়া এলাকার টিআনটি শার্ট নামে একটি কারখানায় শ্রমিকদের মাঝে এ অসন্তোষ দেখা দেয়।

জানা গেছে, ওই কারখানায় প্রায় ৩ শতাধিক শ্রমিক কাজ করেন। বিভিন্ন কারণে বেতন-ভাতা পরিশোধ না করে ওই কারখানা থেকে প্রায় শতাধিক শ্রমিককে বের করে দেওয়া হয়। শনিবার দুপুরে শ্রমিকরা তাদের ৩ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানালে মালিকপক্ষ পরিশোধ করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন। পরে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন। শ্রমিক জলিলুর রহমান, জুয়েল মিয়া, মোজাম্মেল হোসেন, রানি আক্তার, আয়েশা বেগম, জিয়াসমিন আক্তারসহ আরও অনেকেই জানান, তারা খেয়ে না খেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।

সর্বশেষ খবর