সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

চাঞ্চল্যকর শিশু রাহাত হত্যা মামলায় চার্জশিট

শেরপুর প্রতিনিধি

শেরপুরে  স্কুলছাত্র ৮ বছরের শিশু আরাফাত ইসলাম  রাহাতকে  অপহরণ ও হত্যা মামলায় চার আসামিকে অভিযুক্ত করে গতকাল আদালতে চার্জসিট দাখিল করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর সদর এসআই বশির আহমেদ বাদল শেরপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলার চার্জসিট দাখিল করেন। এ মামলায় যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন, সদর উপজেলার বয়ড়াপরাণপুর গ্রামের মতিউর রহমানের ছেলে অপহৃত শিশুর খালু আবদুল লতিফ (২২), একই গ্রামের ফারুক মিয়ার ছেলে রবিন মিয়া (২০), নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের পুত্র ইমরান হাসান (২২) এবং শেরপুর সদরের চরশেরপুরের আবদুল হাকিমের ছেলে আসলাম বাবু (২১)। এ মামলার অভিযোগ থেকে আসলামের মা জাহেদা ওরফে আবেদা বেগমকে বাদ দেওয়া হয়েছে। অভিযুক্ত ৪ জনই শেরপুর জেলা কারাগারে আটক রয়েছে। গত ২ আগষ্ট  দুপুরে শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আরাফাত ইসলাম রাহাতকে (৮) তার খালু আবদুল লতিফ ও তার অপর তিন সহযোগী অপহরণ করে।

সর্বশেষ খবর