মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

চোরের চেতনানাশক ওষুধে বৃদ্ধার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মেয়ের বাড়িতে বেড়াতে এসে চোরের চেতনানাশক ওষুধে অজ্ঞান হয়ে লাশ হয়ে ফিরলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি গ্রামের রফিক মেম্বারের স্ত্রী রাজিয়া খাতুন (৬৫)। ঘটনাটি ঘটেছে গতকাল ভোরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের দড়িশ্রীরামপুর গ্রামে। সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের  জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। উপজেলার দড়িশ্রীরামপুর গ্রামের দুবাই প্রবাসী আয়নাল হকের বাড়িতে রবিবার রাতে একদল চোর সিঁদ কেটে ঘরে ঢুকে ওই ঘরের গৃহকর্ত্রী রহিমা বেগম ও তার মা রাজিয়া খাতুনসহ ৪ জনকে চেতনানাশক ওষুধ দিয়ে অজ্ঞান করে ফেলে। পরে চোরের দল ঘরে রক্ষিত স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন দামি জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

সর্বশেষ খবর