শিরোনাম
সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মাহফিলে হামলার আগে চার পথচারীকে কোপায় দুর্বৃত্তরা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

মাহফিলে হামলার আগে চার পথচারীকে কোপায় দুর্বৃত্তরা

চুয়াডাঙ্গা সদর উপজেলার হাটকালুগঞ্জে ওরস মাহফিলে হামলা ও ভাঙচুর চালিয়েছে এক দল দুর্বৃত্ত। হামলাকারীরা এর আগে ওরসস্থলের অদূরে চার পথচারীকে কুপিয়ে আহত করে। শনিবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। এদিকে, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের বাউল জাকারিয়া সরদার হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা বাউল কল্যাণ সংস্থা। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ মুক্তার আলী (৩৫) নামে এক যুবককে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে হাটকালুগঞ্জের মাঠে ছো-আদ শরিফ নামে দরবারে গোলাম মোস্তফা (র.)-এর মাজার প্রাঙ্গণে ওরস চলছিল। এ সময় ৬-৭ জনের এক দল দুর্বৃত্ত ওরসস্থলে হামলা চালিয়ে লাইট, সাউন্ডবক্সসহ প্যান্ডেল ভাঙচুর করে। এর আগে তারা চার পথচারীকে অতর্কিত কুপিয়ে আহত করে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, শনিবার বিকালে শহরের হাটকালুগঞ্জ ও শান্তিপাড়ার দুই দল কিশোর খেলা করতে গিয়ে ঝগড়া হয়। এরই জের ধরে শান্তিপাড়ার কয়েকজন যুবক হাটকালুগঞ্জ সড়কে হাটকালুগঞ্জ এলাকার ছেলেদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় তারা ওরস মাহফিলেও হামলা চালায়।

এদিকে, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামে বাউল উত্সব চলাকালে প্রধান আয়োজক জাকারিয়া সরদারকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। আকন্দবাড়িয়া গ্রামের ফজলু সরদারের ছেলে জাকারিয়া উত্সবস্থলে যাওয়ার সময় পথে তাকে হত্যা করা হয়। শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। শনিবার রাতে নিহত জাকারিয়া সরদারের ভাই মোহাম্মদ কিবরিয়া সদর থানায় হত্যা মামলা করেন। মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই রাত সাড়ে ১২টার দিকে পুলিশ মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আবদুল হামিদের ছেলে মুক্তার আলীকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়ে আসে। এ ঘটনায় গতকাল সকাল ১০টায় অর্ধশত বাউল শহরের শহীদ হাসান চত্বরে মানববন্ধন করে। মানববন্ধন শেষে বাউলরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে হত্যা রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়।

সর্বশেষ খবর