সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ফটিকছড়িতে অবৈধ ৪২ দোকান উচ্ছেদ

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌর এলাকায় গতকাল ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে উঠা ৪২ দোকান গুঁড়িয়ে দিয়েছেন। ফলে দখলমুক্ত হয়েছে চট্টগ্রাম জেলা পরিষদের মালিকানাধীন বিপুল ভূ-সম্পদ। যার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা। পাঁচ দশক ধরে প্রভাবশালী মহল চট্টগ্রাম জেলা পরিষদের ৯৬ শতক ভূমি অবৈধ দখলে নিয়ে অবৈধ স্থাপনা গড়ে তোলে। সবশেষ উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে রবিবার সকালে ফটিকছড়ি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জামিরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

সর্বশেষ খবর