বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সব যুদ্ধাপরাধীর বিচার দ্রুত সম্পন্নের দাবি

প্রতিদিন ডেস্ক

সব যুদ্ধাপরাধীর বিচার দ্রুত সম্পন্নের দাবি

বরগুনার আমতলী ডিগ্রি কলেজমাঠে কুচকাওয়াজের সময় বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের পুনরাবৃত্তি করে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে এই শিশু

সব যুদ্ধাপরাধীর বিচার দ্রুত সম্পন্ন করার দাবি ও সুখী-সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে গতকাল জেলা-উপজেলায় পালিত হয়েছে ৪৪তম মহান বিজয় দিবস। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে নানা কর্মসূচির। এর মধ্যে ছিল স্মৃতিস্তম্ভ-শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, বিজয়র‌্যালি, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও দোয়া মাহফিল। প্রতিনিধিদের খবর—

গোপালগঞ্জ : বিজয়ের প্রথম প্রহরে টুঙ্গিপাড়ায় জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ ীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। গতকাল শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন  শহীদ স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া শেখ কামাল স্টেডিয়ামে কুচকাওয়াজ প্রদর্শনী ও গরিবদের মধ্যে বিতরণ করা হয় শীতবস্ত্র। রাঙামাটি : চিংহ্লামং মারি স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শেরপুর : সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের জন্য ঢল নামে। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বের করে র‌্যালি। প্রদর্শন করা হয় শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত। ময়মনসিংহ : রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন, সম্মিলিত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়া শারীরিক কসরত প্রদর্শন করে শিক্ষার্থীরা। সিরাজগঞ্জ : শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান হাজারো মানুষ। ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের শুভ সূচনা হয়। ভোরে জেলার সব অফিস আদালত, মুক্তিযোদ্ধা সংসদ, দলীয় কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠানে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। বাগেরহাট : ৩১ বার তোপধ্বনি ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে দোয়া মোনাজাতে সব শহীদের রূহের মাগফেরাত কামনা ও এক মিনিট নীরবতা পালন করা হয়। নেত্রকোনা : জেলা মোক্তারপাড়া মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ হয়। এর আগে প্রথম প্রহরে মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসনসহ বিভিন্ন দলের অংশগ্রহণে সাতপাই স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। নওগাঁ : শহীদ স্মৃতিস্তম্ভে পুষপস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। নওগাঁ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান, কুচকাওয়াজ। মুক্তিযোদ্ধাদের দেওয়া হয় সংবর্ধনা। মুন্সীগঞ্জ : শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে সকালে পুষ্পমাল্য অর্পণ করেন সর্বস্তরের মানুষ। পরে স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। মাদারীপুর : ভোরে পুলিশ লাইনস মাঠে তোপধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গ্রহণ করে ব্যাপক কর্মসূচি। পাবনা : পাবনা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট শোভাযাত্রা নিয়ে স্মৃতিস্তম্ভ ‘দুর্জয় পাবনা’র পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করে। নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এছাড়া নোয়াখালী, কুষ্টিয়া, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী, নীলফামারী, মৌলভীবাজার, দিনাজপুর, ঝিনাইদহ, গাজীপুর, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, পটুয়াখালী কলাপাড়া, বাউফল, রংপুরের বদরগঞ্জ, বাগেরহাটের মোরেলগঞ্জ, বগুড়ার আদমদীঘি, বরগুনার আমতলী, নাটোরের বড়াইগ্রাম ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

 

সর্বশেষ খবর