বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

পাটের গুদামে আগুন

মাদারীপুরের কালকিনি উপজেলার ফাঁসিয়াতলা বাজারে মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাটের গুদামসহ নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। মাদারীপুর ও গৌরনদীর ফায়ার সার্ভিসের কর্মীরা চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। —মাদারীপুর প্রতিনিধি

ইউপি নির্বাচন স্থগিত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোট গ্রহণের মাত্র ছয় দিন আগে স্থগিত করা হয়েছে। রিটার্নিং অফিসার ও দুপচাঁচিয়া নির্বাচন কর্মকর্তা সুদীপ কুমার গতকাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে পাঠানো পত্রে উল্লেখ করা হয়েছে, বিদ্যমান আইনে বিধান অনুসরণ এবং নির্বাচন বিধিমালা সংশোধন করা প্রয়োজন। ভোট গ্রহণের তারিখ ২১ ডিসেম্বর ধার্য করা হয়েছিল। —নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বন্যপ্রাণী অবমুক্ত

বিজয় দিবস উপলক্ষে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল সকালে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ১৮টি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে অজগর সাপ, লজ্জাবতী বানর, গন্ধগোকুল, বাদামি বানর, সরালি হাঁস, কালীম হাঁস ও নিশি বক রয়েছে। সংগঠনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি সেক্টর কমান্ডার লে. কর্নেল তরিকুল ইসলাম খান। উপস্থিত ছিলেন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন, বিভাগীয় বন কর্মকর্তা মিহির কান্তি দে, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরী প্রমুখ। —শ্রীমঙ্গল প্রতিনিধি

হরিণের চামড়াসহ আটক ২

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঘটিচরা গ্রাম থেকে হরিণের ৮ পিস চামড়াসহ দুজনকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-৮ কর্মকর্তা মেজর শিশিরের নেতৃত্বে গতকাল দুপুর ২টায় এই অভিযান পরিচালিত হয়। আটকরা হলেন— ওই গ্রামের হালিম হাওলাদার এবং মিরাজ। মেজর শিশির জানান, গতকাল দুপুরে ঘটিচরা গ্রামে হালিমের বাসায় অভিযান চালিয়ে হরিণের ৮ পিস চামড়া উদ্ধার করা হয়। জজ্ঞাসাবাদ শেষে আটক দুজনকে মঠবাড়িয়া থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান মেজর শিশির।

—নিজস্ব প্রতিবেদক, বরিশাল

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর