শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

কুষ্টিয়ায় ফের অ্যানথ্রাক্স শনাক্ত আক্রান্ত ২০, এলাকায় আতঙ্ক

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে আবারও দেখা দিয়েছে অ্যানথ্রাক্স রোগ। গত কয়েক দিনে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া দাড়পাড়া গ্রামে অন্তত ২০ জন এ রোগে আক্রান্ত হয়েছেন। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। দৌলতপুর হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৫ আনথ্রাক্স রোগী শনাক্ত করা হয়েছে। তাদের দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে চিকিত্সা দেওয়া হচ্ছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজিম উদ্দিন জানান। এর আগে, ২০১০ সালের আগস্টে একই ইউনিয়নের ধর্মদহ পূর্ব কারিগর পাড়ায় এ রোগে ৩৫ ও পাশের প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামে ১৫ জন আক্রান্ত হয়েছিলেন। স্থানীয়রা জানান, ৮ ডিসেম্বর উপজেলার গরুড়া দাড়পাড়া গ্রামে একটি গরু অসুস্থ হলে জেকের আলী নামে এক কসাই সেটি জবাই করে মাংস বিক্রি করেন। ওই গরুর মাংস খাওয়া, কাটা ও ধোয়ার কাজে সম্পৃক্তদের শরীরের বিভিন্ন অংশে ক্ষত দেখা দেয়। পরে তারা অ্যানথ্যাক্স আক্রান্ত বলে শনাক্ত করা হয়। এ অনুযায়ী দেওয়া হচ্ছে চিকিত্সা। ওই গ্রামের সাজেদা, খবিরুল, আরজ আলী, আলেয়া, লেকসার আলী, নুরজাহান, ইকবাল, ওলি, জুয়েল, সফুরা, রাহেলা, শারমিন, টুলু আরাসহ ২০ জন চিকিত্সা নিয়েছেন। আক্রান্ত আরজ আলী জানান, অসুস্থ্য গরুর মাংস খাওয়ার পর হাত-পা ও শরীরে ঘা ছড়িয়ে পড়ে। পরে ডাক্তার তাকে অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত বলে শনাক্ত করেন। সাজেদা জানান, অসুস্থ গরুর মাংস রান্নার জন্য ধোয়ার পর তার হাতে কয়েক জায়গায় ক্ষত সৃষ্টি হয়। তাকেও অ্যানথ্রাক্স রোগী হিসেবে শনাক্ত করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আশাদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিম উদ্দীন ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কাজী নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, অসুস্থ গরুর মাংস থেকেই এ রোগ ছড়িয়েছে। এলাকাবাসীকে সচেতন করা হচ্ছে। অসুস্থ্য গরু-ছাগল জবাই না করে মাটিতে পুঁতে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, আক্রান্তদের প্রয়োজনীয় চিকিত্সা দেওয়ার জন্য মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছে। নতুন করে কেউ যাতে এ রোগে আক্রান্ত না হন সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ঢাকা থেকে ১০ সদস্যের উচ্চ দক্ষতা সম্পন্ন একটি মেডিকেল টিম আজ ঘটনাস্থলে আসার কথা রয়েছে। তারা এ রোগের নানা আলামত সংগ্রহ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

সর্বশেষ খবর