শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

হাসপাতালে রোগী আটকে রেখে টাকা আদায়

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী এক মা ও তার দুই আত্মীয়কে তিন নার্স একটি কক্ষে তালাবদ্ধ করে রেখে জোরপূর্বক টাকা আদায় করেছে বলে অভিযোগ ওঠেছে। শুধু তাই নয়, তিন হাজার টাকা দাবি করলে এক হাজার ২০০ টাকা দেওয়ার পর বাকি টাকা না পেয়ে রোগীর স্বজনদের দিয়ে নার্সরা হাসপাতালের আবর্জনাও পরিষ্কার করিয়েছেন। স্থানীয়রা বিষয়টি টের পেলে অভিযুক্তরা কক্ষের তালা খুলে দেন। তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।

রোগীর স্বামী দেশীগ্রাম ইউনিয়নের ধুলিশ্বর গ্রামের খইমুদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে স্ত্রী জবেদা বাড়িতে ছেলে সন্তান জন্ম দেন। এর পর অসুস্থ হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত নার্স লায়লা, সুলতানা ও আয়েশা রোগীর সেবা প্রদান করেন। পরে সেবার বিনিময়ে তার কাছে তিন হাজার টাকা দাবি করলে প্রথমে তিনি অস্বীকার করেন। একপর্যায়ে চাপের মুখে ১২০০ টাকা প্রদান করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে নার্সরা তার শ্যালিকা মুর্শিদা ও খতেমনকে দিয়ে লেবার রুমের রক্ত ও মলমূত্র পরিষ্কার করায় এবং তালাবদ্ধ করে রাখে। স্বাস্থ্য কপ্লেক্সের নার্স রুখসানা জানান, তিনজন রোগীর নার্স টাকা দাবি করেছিলেন। টাকা না দেওয়ায় তাদের দিয়ে রুম পরিষ্কার করিয়ে নেওয়া হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শিমুল তালুকদার জানান, রোগীর পক্ষ থেকে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সিরাজগঞ্জ সিভিল সার্জন দেবপদ রায় জানান, এ ধরনের ঘটনা দুঃখজনক।

সর্বশেষ খবর