শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

রাজবাড়ীতে লড়াই হবে হাড্ডাহাড্ডি

হিমাংশু কুমার সাহা, রাজবাড়ী

রাজবাড়ী পৌরসভায় এবার মেয়র পদে লড়ছেন তিনজন প্রার্থী। আওয়ামী লীগের মহম্মদ আলী চৌধুরী, বিএনপির অর্ণব নেওয়াজ মাহমুদ এবং জাতীয় পার্টির শুকুর চৌধুরী। রাজবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপির অবস্থান প্রায় সমান। তবে সমপ্রতি রাজনৈতিক টানাপড়েনের কারণে কিছুটা দুর্বল হয়েছে বিএনপি। মেয়র পদে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বয়সে তরুণ। রাজনীতিতেও নতুন। তাই আওয়ামী লীগ প্রার্থী কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তারপরও বিএনপির যে বিশাল ভোট ব্যাংক রয়েছে। এই ভোটগুলো টানতে পারলে হাড্ডাহাড্ডি লড়াই হবে রাজবাড়ীতে। ভোটাররা বলছেন, রাজবাড়ী প্রথম শ্রেণীর পৌরসভা হলেও সমস্যা অনেক। তারা চাইছেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একজন যোগ্য ব্যক্তি মেয়র পদে নির্বাচিত হোক। বিএনপির প্রার্থী অর্ণব নেওয়াজ মাহমুদ বলেন, দিন দিন অবস্থার উন্নতি হচ্ছে। মানুষজন স্বত:স্ফূর্তভাবে আমাদের সঙ্গে আছে। আওয়ামী লীগের প্রার্থী  মহম্মদ আলী চৌধুরী বলেন, রাজবাড়ীকে মাদকমুক্ত   পৌরসভা হিসেবে ঘোষণা করতে চাই। নির্বাচিত হলে রাজবাড়ী পৌরসভার জলাবদ্ধতা সমস্যার সমাধান করা হবে।

সর্বশেষ খবর