শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

জনতার মুখোমুখি মেয়র

দেশের বিভিন্ন স্থানে আসন্ন পৌরসভায় মেয়র প্রার্থীদের নিয়ে জনতার মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করে কয়েকটি বেসরকারি সংগঠন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— চরঘাট : নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান— জেলার চারঘাটে বুধবার জনতার মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। স্থানীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. রফিকুল আলম। সংগঠনের কেন্দ ীয় কমিটির সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার অনুষ্ঠানে অংশ নেওয়া ছয় মেয়র প্রার্থীর আমলনামা জনগণের সামনে তুলে ধরেন। এর আগে সুজনের পক্ষ থেকে ১৩ দফা উপস্থাপন করা হয়। তাতে স্বাক্ষর করেন মেয়র প্রার্থী নারগিছ খাতুন, জাকিরুল ইসলাম বিকুল, গোলাম কিবরিয়া বিপ্লব, কায়েম উদ্দিন, আনিছুর রহমান রাসেল ও সাব্বির হোসাইন শাহ। মাদারীপুর : মাদারীপুর পৌরসভার মেয়র প্রার্থীদের নিয়ে বুধবার সন্ধ্যায় একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)। স্থানীয় লেকেরপার স্বাধীতা অঙ্গনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খান মো. শহীদ। বক্তব্য দেন- মেয়র প্রার্থী মিজানুর রহমান মুরাদ, খালিদ হোসেন ইয়াদ, মিরাজুল ইসলাম, আছমত আলি মিয়া, দেলোয়ার হোসেন খোকন। জামালপুর : স্থানীয় শহীদ মিনার চত্বরে বুধবার বিকালে টিআইবি ও সচেতন নাগরিক কমিটি আয়োজিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে অংশ নেন মেয়র প্রার্থী মির্জা সাখাওয়াতুল আলম মনি, অ্যাড. শাহ ওয়ারেছ আলী মামুন ও খন্দকার হাফিজুর রহমান বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএকে মাহমুদুল হাসান। রাঙামাটি : শহরের জিমনেশিয়াম মাঠে বুধবার বিকালে সচেতন নাগরিক কমিটি ও টিআইবির জনতার মুখোমুখি অনুষ্ঠানে অংশ নেওয়া প্রার্থীরা হলেন— মেয়র প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী, আকবর হোসেন চৌধুরী, রবিউল আলম রবি, শিব প্রসাদ মিশ্র ও অমর কুমার দে। তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির স্বতন্ত্র মেয়র প্রার্থী ডা. গঙ্গা মানিক চাকমা  অনুষ্ঠানে যোগ দেননি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদ রায়। বক্তব্য দেন নিরূপা দেওয়ান, অ্যাভোকেট সুম্মিতা চাকমা। টাঙ্গাইল : বৃহস্পতিবার সন্ধ্যায় ডিঅমস এসোসিয়েশন সখীপুর পৌরসভা চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মেয়র প্রার্থী মো. আবু হানিফ আজাদ, সানোয়ার হোসেন সজীব, নাসির উদ্দিন ও আয়নাল হক সিকদার। সভাপতিত্ব করেন লিটন আহমেদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর