শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

আওয়ামী লীগ যুবলীগ-ছাত্রলীগের ১৬ নেতা বহিষ্কার

প্রতিদিন ডেস্ক

সিলেট, নীলফামারীর জলঢাকা, বাগেরহাট, ঝালকাঠীর নলছিটি ও চাঁপাইনবাবগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১৬ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী এমপি (চাঁপাইনবাবগঞ্জ-১), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান ও মেয়র পদে বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারিবুল হক রাজিনকে। গতকাল রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মণ্ডল ও সাধারণ সম্পাদক আবদুল ওদুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।  নিজস্ব প্রতিবেদক সিলেট আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজের উদ্ধৃতি দিয়ে জানান, জকিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ, কানাইঘাটের মেয়র প্রার্থী ও সাবেক উপজেলা সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আল মিজান এবং কানাইঘাট পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। নীলফামারী প্রতিনিধি জানান, জলঢাকায় নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম পলাশ, লাভলুর রশিদ ও মৃনাল বিশ্বাসকে বহিষ্কার করা হয়েছে। বাগেরহাটে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান : বাগেরহাট পৌরসভা নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীর পক্ষে গণসংযোগ চালিয়ে যাওয়ায় সদর উপজেলা চেয়ারম্যান জেলা যুবলীগের সাবেক সভাপতি খান মুজিবর রহমান ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মাসুদুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু এ তথ্য নিশ্চিত করেছেন। ঝালকাঠি প্রতিনিধি জানান, জেলার নেতাদের ওপর হামলার অভিযোগে নলছিটি উপজেলা ছাত্রলীগের নেতা ফয়সাল আকন, মারুফ চৌধুরী, রাজীব আকন, হাসান আবিদুর রেজা ও সঞ্জয় কুমারকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর