শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

স্টার জলসা দেখতে নিষেধ করায় গলায় ফাঁস

ভারতীয় চ্যানেল স্টার জলসা দেখতে নিষেধ করার অভিমানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভলুয়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। নিহতের নাম মীম আক্তার (১২)। সে কালিয়াকৈর উপজেলার ভলুয়া এলাকায় গুচ্ছগ্রাম নামে একটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আব্দুল আজিজ মিয়ার মেয়ে। মীম উপজেলার সিনাবহ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল। —গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে আনসারদের মৌলিক প্রশিক্ষণ

গাজীপুরে আনসারদের মৌলিক প্রশিক্ষণ দ্বিতীয় ধাপের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কালিয়াকৈরের সফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো জসীম উদ্দিন। ৭০ দিন মেয়াদি এই মৌলিক প্রশিক্ষণে ১ হাজার ১৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

—গাজীপুর প্রতিনিধি

সপরিবারে হত্যার হুমকি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক সাংবাদিককে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রনি কুমার দাস নামে ওই সাংবাদিক নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার ফতুল্লা মডেল থানায় একটি জিডি করেছেন ওই সাংবাদিক। —নারায়ণগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জে যানজট

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকা থেকে এ যানজটের সৃষ্টি হয়।

প্রতিবাদ

টঙ্গীতে মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশ আহত শিরোনামে গত ১৫ ডিসেম্বর বাংলাদেশ প্রতিদিনের দেশগ্রাম পাতায় একটি সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত ওই সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা শাহানশাহ আলমের ভাই  মনি সরকার। প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেছেন মাজার বস্তি ও চান্ডারপাড়া বস্তিতে মাদক ব্যবসয়ীদের নিয়ন্ত্রণের বিষয়টি অসত্য। একটি কু-চক্রি মহল আমার  সুনাম ক্ষুণ করার উদ্দেশে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আমি এর প্রতিবাদ জানাই।  প্রতিবেদকের বক্তব্য : প্রকাশিত সংবাদটি সরেজমিন তদন্ত ও স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রকাশিত হয়েছে। এখানে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই।

নোয়াখালী ও নওগাঁয় আঞ্চলিক ইজতেমা শুরু

নওগাঁ-নাটোর মহাসড়কের পাশে সদর উপজেলার বিশাল মাঠে গতকাল আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। আসরের নামাজ আদায়ের পর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার কার্যক্রম। এদিকে নোয়াখালীর উপকূলীয় সুবর্ণচর উপজেলার চরবাটা সেন্টার বাজার গতকাল থেকে তিন দিনব্যাপী আঞ্চলিক

ইজতেমা শুরু হয়েছে। 

—প্রতিদিন ডেস্ক

কলেজে ককটেল

শিবিরের দুর্গ খ্যাত চট্টগ্রাম কলেজ থেকে ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে চকবাজার থানা পুলিশ ককটেলটি উদ্ধার করে। এরপর পানিতে ডুবিয়ে রাখা হয় হলুদ টেপে মোড়ানো ককটেলটি। চকবাজার থানার ওসি জানান, পুলিশের কাছে খবর রয়েছে কলেজ ক্যাম্পাস পুনর্দখলে শিবিরের নেতা-কর্মীরা অস্ত্রসহ বিস্ফোরক মজুদের চেষ্টা করছে।

—নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সওজ কর্মকর্তার অপসারণ দাবি

নড়াইল সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী তাপসী দাসের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মোড়ে এ কর্মসূচি হয়। মানববন্ধনে বক্তব্য দেন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি মোল্যা মাসুদুল হাসান সাবু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আশরাফুজ্জামান মুকুল, বাঁশগ্রাম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্রভাষক দীপক বোস, অ্যাড. ইশতিয়াক হোসেন মঞ্জু, জাহিদুল ইসলাম লিটন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিলয় রায় বাঁধন, নারায়ণ সাহা প্রমুখ। বক্তারা অবিলম্বে নির্বাহী প্রকৌশলী তাপসী দাসের দুর্নীতির দৃষ্টান্তমূলক শাস্তিসহ এ জেলা থেকে তার অপসারণের দাবি জানান। এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রী ও যোগাযোগমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। —নড়াইল প্রতিনিধি

সহপাঠীর দায়ের কোপে

বরগুনার আমতলী চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রাবাসে বুধবার রাতে সহপাঠীদের দায়ের কোপে জখম হয়েছে ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী কাওসার (১৬)। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সহপাঠী রাজিব, হাসিব, আরিফ ও সজীবকে আটক করেছে পুলিশ।

—আমতলী প্রতিনিধি

হোটেলে গলিত লাশ

কক্সবাজারের চকরিয়ায় নিখোঁজের ১৩ দিন পর বুধবার সন্ধ্যায় মাতামুুহুরী নদীতে ভাসমান অবস্থায় কামাল হোছাইন নামে এক হোটেল কারিগরের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। কামাল ওই ইউনিয়নের সেকান্দরপাড়ার নুর মোহাম্মদের ছেলে। —চকরিয়া প্রতিনিধি

‘বিজয় চিরন্তন’

‘বিজয় চিরন্তন’। মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত এ ম্যাগাজিনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার সাক্ষাত্কারসহ দেশের প্রখ্যাত ৪২ জন লেখকের লেখা স্থান পেয়েছে। ৮৮ পৃষ্ঠার সম্পূর্ণ চার রঙা ম্যাগাজিনটি সম্পাদনা করেছেন সাংবাদিক আকাশ চৌধুরী। বিজ্ঞপ্তি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর