শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

শীতলক্ষ্যা নদীর ২০০ ফুট চ্যানেল প্রশস্ত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

শীতলক্ষ্যা নদীর ২০০ ফুট চ্যানেল প্রশস্ত

দুটি ভেক্যুর মাধ্যমে শীতলক্ষ্যা নদীর ভরাটকৃত অংশের বালু উত্তোলন করে নদীর চ্যানেল প্রশস্তকরণে কাজ চালিয়ে যাচ্ছে নদী বন্দর কর্তৃপক্ষ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকায় সুলতানা কামাল সেতুর নিচে শীতলক্ষ্যা নদীর অবৈধ দখলকৃত জায়গা দখলমুক্ত ও অবৈধ বালু ব্যবসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিঊটিএ) নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। সেখানে বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করা হয়েছে। এছাড়া নদীর ২০০ ফুট চ্যানেল প্রশস্ত হয়েছে। গত কয়েকদিন ধরে দু’টি ভেক্যুর মাধ্যমে নদীর ভরাটকৃত অংশের বালু উত্তোলন করে নদীর চ্যানেল প্রশস্তকরণে কাজ চালিয়ে যাচ্ছে নদী বন্দর কর্তৃপক্ষ। তারাবো এলাকায় এই কার্যক্রম শেষে কাঁচপুরেও বালু উত্তোলনের মাধ্যমে নদীর চ্যানেলকে প্রশস্ত করা হবে।

সর্বশেষ খবর