শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

দাসিয়ারছড়া বাসিন্দারা ভোট দিতে চান

সাইফুল ইসলাম তুহিন, কুড়িগ্রাম

দাসিয়ারছড়া বাসিন্দারা ভোট দিতে চান

কুড়িগ্রাম জেলার মানচিত্রে সদ্য যুক্ত হওয়া (বিলুপ্ত ছিটমহল) দাসিয়ারছড়ার বাসিন্দারা আসন্ন ইয়নিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ্ চাচ্ছেন। বিগত আমলে সেখানে কখনো ভোটের আমেজে মাতেনি কেউ। কিন্তু ছিটমহল বিনিময়ের পর তারা বাংলাদেশি নাগরিক হওয়ার সুবাদে তারা ভোটাধিকার্ প্রয়োগে উদগ্রীব। নির্বাচন কমিশন সূত্র জানা গেছে, দাসিয়ারছড়ার বাসিন্দাদের নাম এখনো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। যার ফলে এবারের ইউপি নির্বাচনে তাদের অংশগ্রহণের সম্ভবনা নেই। দাসিয়ার ছড়ার নাগরিক অধিকার সমন্বয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, সুদীর্ঘ ৬৮ বছর ধরে সমস্ত নাগরিক সুবিধাবঞ্চিত ছিটমহলবাসী এখন বাংলাদেশি নাগরিক। এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আসন্ন ইউপি নির্বাচনে আমরা ভোটাধিকার প্রয়োগ করতে চাচ্ছি। কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন এ প্রসঙ্গে জানান, তবে দাসিয়ারছড়াকে পার্শ্ববর্তী ইউনিয়ন ফুলবাড়ী সদর, ভাঙ্গামোড়, কাশিপুর এলাকার সঙ্গে সংযুক্ত হবে। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির পর তারা ওই তিন ইউনিয়নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সর্বশেষ খবর