মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

নারায়ণগঞ্জে হেলে পড়েছে ভবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে চারতলা একটি ভবন পাশের পাঁচতলা ভবনের ওপর হেলে পড়েছে। কদিন আগে ভূমিকম্পের পর ভবনটি আস্তে আস্তে হেলতে থাকে। এ অবস্থায় গতকাল ভবনের সব বাসিন্দাকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। জানা গেছে, দেওভোগ পানির ট্যাংকি এলাকাতে ২১৯/৩ হোল্ডিংয়ের চারতলা ভবনটি পাশের কামাল মিয়ার পাঁচতলা ভবনের ওপর হেলে পড়েছে। ভবনের মালিক ফিরোজ মিয়ার মৃত্যুর পর এর মালিকানা কিনে নেন মেয়ে স্বপ্না বেগমের স্বামী মাহফুজুর রহমান। তারা সপরিবারে ঢাকার ডেমরাতে বসবাস করেন। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস জানায়, হেলে পড়া ভবনের ফ্ল্যাটে থাকা লোকজনদের সরে যেতে বলা হয়েছে। ভবনটি ঝুঁকিপূর্ণ। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মঈনুল হোসেন জানান, ভবনটি যেখানে করা হয়েছে  সেখানে পুকুর ও জলাশয় ছিল।  ১৯৯৫ সালের দিকে অপরিকল্পিতভাবে ভবনটি করার কারণে সেটা হেলে পড়েছে। প্রকৌশলীরা এ ব্যাপারে পরীক্ষা করছেন।

সর্বশেষ খবর