মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

এমপিওভুক্তির দাবিতে সমাবেশ স্মারকলিপি

প্রতিদিন ডেস্ক

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে গতকাল স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির দাবিতে সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এ সময় বক্তারা বলেন, সারা দেশে নন-এমপিও প্রায় লক্ষাধিক শিক্ষক-কর্মচারী বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। এসব শিক্ষক ১০ থেকে ১৫ বছর প্রায় ২০ লক্ষাধিক শিক্ষার্থীকে পাঠদান করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রেখে চলছে। তারা অবিলম্বে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তি ও যোগদানের তারিখ থেকে চাকরির বয়স গণনার দাবি জানান। প্রতিনিধিদের খবর—

জামালপুর : স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির দাবিতে স্মারকলিপি দিয়েছে জামালপুর নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। গতকাল জামালপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন জামালপুর শাখার সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক রফিক উল আলম কাজল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মশিউর রহমান প্রমুখ।

চুয়াডাঙ্গা : জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সমাবেশ, শহীদ হাসান চত্বরে মানববন্ধনে অংশ নেন ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। শিক্ষক নেতা মো. আবু সালেহ জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভুক্তভোগী শিক্ষকরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে কর্মসূচিতে অংশ নেন।  সিরাজগঞ্জ : শহরের চৌরাস্তার মোড় প্রেসক্লাবের সামনে কর্মসূচি চলাকালে বক্তব্য দেন রফিকুল ইসলাম, আতিকুল ইসলাম, সাইফুল ইসলাম, হযরত আলী, মোসলেম উদ্দিন, আব্দুল মান্নান, রুবা খাতুন ও রাজিয়া সুলতানা প্রমুখ। ঝিনাইদহ : মানববন্ধনে শিক্ষক আক্তারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মো. মহিউদ্দিন, মো. শরিফুজ্জামান, শওকত হোসেন, এম আক্তার মুকুল, জাহিদুল ইসলাম ও আব্দুল হামিদ প্রমুখ। পরে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতারা। চাঁপাইনবাবগঞ্জ : জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করে শিক্ষক-কর্মচারী ফেডারেশন। সমাবেশে  বক্তব্য দেন, জাহাঙ্গীর আলম, কয়েস আলী, আব্দুর রাকিব, সোলাইমান আলী প্রমুখ।  ফরিদপুর : স্থানীয় প্রেসক্লাবের সামনে আধাঘণ্টার মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আমিনুল হক, খায়রুল আলম, তোরাব আলী ফকির, সুলতান মিয়া, মাহাবুবুর রহমান প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে জেলার ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষক-কর্মচারী অংশ নেন। নীলফামারী : জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন। তাদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে বক্তৃতা দেন শ্রীদাম দাস, সহিদুল ইসলাম, মৃণাল কান্তি রায়।

সর্বশেষ খবর