মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

সরকারি কোষাগার থেকে শতভাগ অর্থ চান পৌর কর্মকর্তা-কর্মচারীরা

প্রতিদিন ডেস্ক

পৌরসভা কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সরকারি কোষাগার থেকে প্রদানের দাবিতে গতকাল দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধিদের পাঠানো খবর— যশোর : স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে যশোর জেলার ৮টি পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। পরে প্রেসক্লাব অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পৌর কর্মচারী অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনি। আমতলী : বরগুনার আমতলী সাকিব প্লাজার সামনে  ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে  বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী তরুণ কুমার ভক্ত, প্যানেল মেয়র মো. মনিরুল ইসলাম, সিদ্দিকুর রহমান স্বপন, কার্তিক চন্দ্র হাওলাদার, জিয়াউল হাসান সোহেল প্রমুখ। বাগেরহাট : বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাগেরহাট ও মংলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা তাদের দাবি আদায়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন করে। উপস্থিত ছিলেন অমিত কুমার হালদার, রফিকুল ইসলাম মিটু, নিজাম উদ্দিন বাহাদুরসহ অন্যরা। ঝিনাইদহ :  জেলার ছয়টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা শহরে বিক্ষোভ মিছিল শেষে শহরের পোষ্ট অফিস মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য দেন-  পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েনের ঝিনাইদহ জেলার সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, ইদ্রিস আলী, রাশেদুল ইসলাম, সেলিম রেজা, মকগুল  হোসেন, শাহিনুর ইসলাম, মুন্সি আবু জাফল,নাজিরুল ইসলাম, শিকদার মাসুদ, শরিফুল ইসলাম, আশরাফ আলী ও সেকেন্দার আলী প্রমুখ। কুষ্টিয়া : শহরের এনএস রোডে জেলার ৫টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, গোলাম সারওয়ার, আমান উল্লাহ, আমির হোসেন, রজবেল হোসেন, আসাদুল হক, রফিকুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর