মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

কোটি টাকার সরকারি গাছ আড়াই লাখে বিক্রি

মাদারীপুর প্রতিনিধি

কোটি টাকার সরকারি গাছ আড়াই লাখে বিক্রি

গাছ কেটে নিয়ে যাচ্ছেন শ্রমিকরা

কালকিনি পৌর এলাকার বিভিন্ন ব্যক্তির প্রায় কোটি টাকা মূল্যের গাছ মাত্র দুই লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। পৌরসভার কাসিমপুর বাজার থেকে উপজেলা পরিষদের পিছনের ফুট ব্রিজ পর্যন্ত প্রায় তিন কি.মি. রাস্তার ৪০২টি মেহগিনি গাছ টেন্ডারের নামে নিজের ভাই মোশারেফ হোসেনকে দিয়ে দেন পৌরমেয়র এনায়েত হোসেন। জমি মালিকদের না জানিয়ে একক ক্ষমতা বলে এমন টেন্ডার করায় এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে ক্ষোভ। পৌরসভার বাসিন্দা হারুন, কাঞ্চন, মজিবুর, ইউনুস, দলিল উদ্দিনসহ অর্ধশত ব্যক্তি অভিযোগ করেন, ১৯৯৭ সালে পৌরসভা প্রতিষ্ঠাকালীন পৌর প্রশাসক আবুল কালাম আজাদ সড়কে গাছগুলো লাগান। তখন তিনি বলেছিলেন জমির মালিক গাছের ৬৫, পৌরসভা ৩০ ও দেখাশোনার জন্য একটি বেসরকারি সংস্থা পাঁচ শতাংশ টাকা পাবে। অথচ মেয়র এনায়েত হোসেন এলাকার কাউকে না জানিয়ে রাস্তা নির্মাণের নামে কোটি টাকার গাছ নিজের ভাইকে নামমাত্র মূল্যে লোক দেখানো টেন্ডারে বিক্রি করেন। মোশারেফ হোসেন বলেন, ‘আমি টেন্ডারের মাধ্যমে গাছ কিনেছি।’ এ ব্যপারে মেয়র এনায়েত হোসেনের মুঠোফোনে বার বার কল দিলেও তিনি রিসিভ করেননি।

সর্বশেষ খবর