মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

স্কুলছাত্র হত্যায় তিন জনের যাবজ্জীবন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে স্কুলছাত্র রাজু হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বাগেরহাটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জাকারিয়া হোসেন গতকাল এ রায় দেন। দণ্ডাপ্রাপ্তরা হলেন— সুমন সেখ (২৯), জামাল শেখ (৩০) ও  রিপন (২৫)। এদের মধ্যে জামাল পলাতক। মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২২ জুন রাজুকে বাসা থেকে ডেকে নেয় আসামিরা। ওই দিন রাত ৮টার দিকে এক রিকশাওয়ালা রাজুকে রাস্তায় আহত দেখতে পেয়ে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মুত্যু হয়। পূর্বশত্রুতার জেরে রাজুকে হত্যা করা হয়েছে উল্লেখ করে নিহতের বাবা জামাল উদ্দিন হত্যামামলা করেন। তদন্তকারী কর্মকর্তা এসআই জয়নাল আবেদীন ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

সর্বশেষ খবর