মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
মাদক বিক্রেতা ‘সাজিয়ে’ আটক

গণপিটুনির শিকার পুলিশ

ভালুকা প্রতিনিধি

ভালুকায় মাদ্রাসাশিক্ষককে মাদক বিক্রেতা ‘সাজিয়ে’ আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় গণপিটুনির শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। আহতরা হলেন— এএসআই আবুল মুনছুর ও কনস্টেবল রঞ্জু। ঘটনার সময় ওই দুই পুলিশ সদস্য সাদা পোশাকে ছিলেন। তাদের ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার রাতে উপজেলার গোয়ারী মুক্তির বাজারে। স্থানীয় সূত্র জানায়, রবিবার রাত ১০টার দিকে গোয়ারী আমুনাটি পাড়ার আব্দুল করিমের ছেলে ভালুকা খারুয়ালী মাদ্রাসার শিক্ষক সিদ্দিকুর রহমান মুক্তির বাজারে একটি ওষুধের দোকানে বসেছিলেন। এ সময় সাদা পোশাকে ভালুকা মডেল থানার এএসআই আবুল মুনছুর ও কনস্টেবল রঞ্জু সেখানে যান। তারা সিদ্দিকুরের চেয়ারের নিচ থেকে একটি পোটলা তুলে তাতে গাঁজা রয়েছে বলে তাকে হাতকড়া পরান। ওই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ফিরুজা খাতুন ও সাদেক হোসেন শোভা মেম্বারসহ স্থানীয়রা সিদ্দিককে থানায় না নেওয়ার অনুরোধ জানান এবং তিনি ভাল লোক বলে সুপারিশ করেন। তারপরও অটোরিকশায় উঠিয়ে নিয়ে যেতে চাইলে এলাকাবাসী তাদের উপর চড়াও হন। থানার ওসি (তদন্ত) হযরত আলী বলেন, ‘নামের ভুলের কারণে এ ঘটনা ঘটেছে। বিষয়টি সুরাহার চেষ্টা চলছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর