মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

মাদারীপুরে চিকিত্সক ধর্মঘট চলছেই

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর হাসপাতালে চিকিত্সকদের ধর্মঘটের চতুর্থ দিনে গতকাল সেবা কার্যক্রম বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। ভুল চিকিত্সার অভিযোগে এক ডাক্তারকে লাঞ্ছিত করার প্রতিবাদে গত শুক্রবার থেকে কর্মবিরতি পালন করছেন তারা। এদিকে মৃতের স্বজনরা দোষি চিকিত্সকের বিচার দাবি করে গতকাল সংবাদ সম্মেলন করেছেন। এছাড়াও শহরের কলেজ রোডবাসী সকালে হাসপাতালের চিকিত্সাসেবা চালুর দাবিতে বিক্ষোভ করেছেন। সোমবার সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, চিকিত্সকরা এলেও হাসপাতালের বহির্বিভাগ বন্ধ। বন্ধ রয়েছে টিকিট কাউন্টারসহ চিকিত্সকদের কক্ষও। জরুরি বিভাগে সীমিত পরিসরে গুরুতর রোগীদের চিকিত্সা দেওয়া হচ্ছে। ফিরে যাচ্ছেন চিকিত্সা নিতে আসা অনেকে। মাদারীপুরের সিভিল সার্জন ডা. দিলীপ কুমার দাস বলেন, ‘চিকিত্সকদের মারধরের ঘটনা ন্যক্কারজনক। তবে আমি ধর্মঘটের পক্ষপাতী নই। দোষিকে গ্রেফতার করলেই ধর্মঘট প্রত্যাহার করা হবে।’

সর্বশেষ খবর