শিরোনাম
বুধবার, ১ জুন, ২০১৬ ০০:০০ টা

মেঘনায় পুরুষশূন্য গ্রাম

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মেঘনার করিমাবাদে গত ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় কেন্দ্র স্থগিতের মামলায় চার গ্রাম পুরুষশূন্য। জানা যায়, স্থানীয় করিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র বেলা ১২টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ আল বাকি শামীম তার কর্মী সমর্থক মহসিন, হানিফ, মোস্তাক, শ্যামল, আলমগীর, অপু, শফিক, ডালিম, ইয়াসিনের নেতৃত্বে কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনতাইয়ের একপর্যায়ে ওই ওয়ার্ডের চারজন মেম্বার প্রার্থী শাহজান বেপারী, জলিল মিয়া, মোজাম্মেল, আক্তারসহ তার কর্মীরা বাধা দিলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোট কেন্দ্র স্থগিত করেন। এ ঘটনায় মেঘনা থানায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ আল বাকিসহ ১১ জনকে আসামি করে মামলা করায় আসামি ছাড়াও পুলিশ সাধারণ মানুষকে হয়রানির কারণে তারা বাড়ি ফিরতে পারছেন না বলে গতকাল সকালে মেম্বার প্রার্থীরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর