শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা

জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তরিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি হয়েছেন। গতকাল ভোররাতের এ ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ ও দুই বিজিবি সদস্য। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ২০০ বোতল ফেনসিডিল ও দেশীয় অস্ত্র। তরিকুল রতনপুর গ্রামের আয়েজ উদ্দীনের ছেলে। তিনি মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি পুলিশের। নিহতের মা গোলেজান বেগম জানান, তার ছেলেকে বুধবার রাতে বাড়ির সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়। গতকাল তরিকুলের লাশ পাওয়া যায়। গোলেজান বলেন ‘পুলিশের দাবি অনুযায়ী আমার ছেলে মাদক বিক্রেতা হলে আইনানুযায়ী বিচার হবে। তাকে মেরে ফেলা হলো কেন?’ পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলামের ভাষ্য, রতনপুর এলাকা দিয়ে বিপুল মাদকদ্রব্য চালান হচ্ছে, এমন খবরে বৃহস্পতিবার ভোররাতে পুলিশ-বিজিবির সদস্য ওই এলাকায় অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত যৌথবাহিনীর সদস্যদের ওপর আক্রমণ চালায়। যৌথবাহিনী আত্মরক্ষার্থে গুলি ছুঁড়লে তরিকুল ইসলাম নিহত হন। তরিকুলের বিরুদ্ধে পাঁচবিবিসহ বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত ১১টি মামলা রয়েছে বলেও জানান ওসি।

সর্বশেষ খবর