মঙ্গলবার, ৭ জুন, ২০১৬ ০০:০০ টা

এক পলক

রমজানের পবিত্রতা রক্ষায় মিছিল

রমজানের পবিত্রতা রড়্গার দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিছিল করেছে অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখা। সোমবার বিকালে শিমরাইল মোড়ে এ মিছিল হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি আতিকুর রহমান নান্নু মুন্সীর নেতৃত্বে মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল্লামা আহমেদ শফীর খলিফা মুফতি ওমর ফারুক সন্দ্বীপি। সংক্ষিপ্ত সভায় বক্তৃতা করেন— হাফেজ মাওলানা আশরাফ উদ্দিন, মুফতী জামাল উদ্দীন, অ্যাড. শিহাব উদ্দিন, মাওলানা হাছান ইমাম প্রমুখ।—সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

সংবর্ধনা

গাজীপুরের টঙ্গী থানার সাবেক (সার্কেল ) এএসপি মো. গোলাম সবুরের বিদায় উপলক্ষে গতকাল বিকালে থানা কর্তৃপক্ষের উদ্যোগে থানা প্রাঙ্গণে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ওসি ফিরোজ তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন— গাজীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, এএসপি সোনাহার আলী (শরীফ), সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান, ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম, তুসুকা গার্মেন্টের পরিচালক মো. তারেক রহমান, টঙ্গী থানার সেকেন্ড অফিসার হাসানুজ্জামান, টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের সভাপতি মো. জালাল মাস্টার প্রমুখ।

—টঙ্গী প্রতিনিধি

বিদ্যুতের দাবিতে অবস্থান

বরগুনায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রিড সাবস্টেশন স্থাপনের দাবিতে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. নুরুজ্জামান প্রমুখ।

—বরগুনা প্রতিনিধি

রাঙামাটিতে নিরাপত্তা জোরদার

রমজান মাস সামনে রেখে রাঙামাটি শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের তিনটি স্থানে অতিরিক্ত পুলিশি নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার সৈয়দ তারিকুল হাসান। গতকাল পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে রমজান মাস সামনে রেখে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শহিদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) চিত্তরঞ্জন পালসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

—রাঙামাটি প্রতিনিধি

সাংবাদিক মারধরের ঘটনায় মামলা

বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নে পোলিং অফিসারের দায়িত্ব পালন শেষে ফেরার পথে সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী আল মামুনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে অভিযান চালিয়ে যাচ্ছে। রবিবার দুপুরে আল মামুন বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করলেও পুলিশ গতকাল বিকালে মামলাটি নথিভুক্ত করেছে। মামলায় চারজনের নাম উল্লেখসহ আটজনকে আসামি করা হয়েছে। সোনাতলা থানার ওসি আবদুল মোতালেব মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশ তত্পর রয়েছে।

—নিজস্ব প্রতিবেদক, বগুড়া

অটিজমবিষয়ক কর্মশালা

আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে গতকাল ‘অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যাভুক্ত যুবকদের দায়িত্ববোধ’ শীর্ষক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আমতলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা বদরুল আলম, অ্যাডভোকেট আওলাদ হোসেন, সাংবাদিক ভজহরি কুণ্ডু, প্রতিবন্ধী মনিরুল ইসলাম প্রমুখ।

—আমতলী প্রতিনিধি

শিক্ষক সমিতির নির্বাচন

নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন গতকাল বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ছাড়া ১০ পদে ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবুল খায়ের আবু, সাধারণ সম্পাদক রুহুল আমিন।

—লাকসাম প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর