শিরোনাম
বুধবার, ৮ জুন, ২০১৬ ০০:০০ টা

আসামি ধরতে অগ্রিম টাকা চাইলেন এসআই

বাউফল প্রতিনিধি

অগ্রিম টাকা ছাড়া আসামি গ্রেফতার করা যাবে না মর্মে পাঁচ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে পটুয়াখালীর বাউফল থানার এসআই মনিরের বিরুদ্ধে। বাউফল থানায় একটি মামলার বাদী আলম বেপারী এ অভিযোগ করেন। এসআই মনির এ অভিযোগ অস্বীকার করেছেন।

জানা যায়, গত শনিবার বাউফলের নুরাইনপুর বাজারের পাশে বিরোধপূর্ণ জমিতে ঘর তোলা নিয়ে স্থানীয় আলম ব্যাপারী ও রুবেল গংদের সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ করেন। রুবেলের করা মামলায় এসআই মনির বাউফল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রেজাউল নামে এক আসামিকে গ্রেফতার করেন। অপর বাদী আলম বেপারীর স্বাক্ষী আলাউদ্দিন মামলার খোঁজ নিতে আসেন। এ সময় তার কাছে এ মামলার আসামি গ্রেফতারের জন্য অগ্রিম পাঁচ হাজার টাকা দাবি করেন তদন্ত কর্মকর্তা এসআই মনির। আলম বেপারী অভিযোগ করেন, এসআই তার প্রতিপক্ষের কাছ থেকে ঘুষ নিয়ে তাদের সঙ্গে অমানবিক আচরণসহ তার মামলার আসামি গ্রেফতারে অগ্রিম টাকা চাচ্ছেন। প্রতিপক্ষ রুবেল গং প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার করছে না।

সর্বশেষ খবর