শিরোনাম
সোমবার, ১৩ জুন, ২০১৬ ০০:০০ টা

সাত জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০

প্রতিদিন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় সাত জেলায় ১০ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে দিনাজপুর, সিরাজগঞ্জ, গাজীপুরে দুজন করে এবং লালমনিরহাট, মানিকগঞ্জ, নীলফামারী ও ময়মনসিংহের ভালুকায় নিহত হয়েছেন একজন করে। মানিকগঞ্জ : ঘিওরে ট্রাকচাপায় জাকির হোসেন নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। ঘিওর থানার ওসি জানান, মহাসড়কের জোকা এলাকায় আরিচাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। দিনাজপুর : দিনাজপুর-দশমাইল মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে মনি সরেন নামে এক সাঁওতাল নারীর মৃত্যু হয়েছে। এদিকে ফুলবাড়ী পৌর এলাকার বারকোনায় গতকাল প্রাইভেট কারচাপায় মারা গেছেন প্রদীপ চন্দ্র নামে এক বাইসাইকেল আরোহী। সিরাজগঞ্জ : কামারখন্দের ঝাঐল ও বানিয়াগাতীতে গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় পামোছা ও সোহাগ নামে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। লালমনিরহাট : লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের তিস্তা এলাকায় গতকাল বাসের ধাক্কায় হেলাল নামে এক যুবক নিহত হয়েছে। নীলফামারী : সদর উপজেলায় ট্রলির ধাক্কায় শিপন ইসলাম নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। ভালুকা : ময়মনসিংহের ভালুকার নিশিন্দা নামক স্থানে শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় রিজন চন্দ্র নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রিজন উপজেলার গোয়ারী গ্রামের খগেন্দ্র চন্দ্রের ছেলে।

সর্বশেষ খবর