সোমবার, ১৩ জুন, ২০১৬ ০০:০০ টা

‘টার্গেট কিলিং’ ঠেকাতে মাগুরায় ‘ডিফেন্স পার্টি’

প্রতিদিন ডেস্ক

টার্গেট কিলিং ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে মাগুরায় স্থানীয়দের নিয়ে নিরাপত্তা বাহিনী গঠন করেছে পুলিশ। গতকাল দুপুরে সদর ও শ্রীপুর উপজেলার কয়েকটি গ্রামে এ বাহিনীর কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ। এ বাহিনীতে ইউপি চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশ, সামাজিক ও ধর্মীয় নেতা, পুরোহিত, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, গৃহিণীসহ বিভিন্ন শ্রেণির মানুষকে সদস্য করা হয়েছে। যাদের হাতে থাকবে বাঁশের লাঠি ও বাঁশি। খবর বিডিনিউজের।

এসপি এহসান উল্লাহ বলেন, টার্গেট কিলিং ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে মাগুরার প্রতিটি গ্রাম, পাড়া মহল্লায় গঠন করা হচ্ছে ডিফেন্স পার্টি। কমিটির সদস্যরা বাঁশের লাঠি ও বাঁশি হাতে সংঘবদ্ধভাবে চলাফেরা করবেন। কোনো জঙ্গি বা সন্ত্রাসীকে দেখলে তারা তাদের প্রতিহত করবে। পুলিশ তাদের সহযোগিতা করবে।

এ সময় অতিরিক্তি পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর থানার ওসি আজমল হুদা, শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম, আঠারখাদা ইউপির চেয়ারম্যান সন্জীবন বিশ্বাসসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর