মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা

৩৬ ঘণ্টার সড়ক-নৌপথ অবরোধের প্রথম দিন অতিক্রান্ত

রাঙামাটি প্রতিনিধি

বরকল উপজেলার ভূষণছড়া ইউপি নির্বাচনে কেন্দ্র দখল, ভোট কারচুপির প্রতিবাদ ও পুনর্নির্বাচন দাবিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ডাকে রাঙামাটিতে ৩৬ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধের প্রথম দিন ছিল শান্তিপূর্ণ। গতকাল ভোর ৬টা থেকে অবরোধ শুরু করেন সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের দূরপাল্লার ও অভ্যন্তরীণ সব যানবাহন বন্ধ ছিল। নৌপথেও চলেনি কোনো যান। শহরের চলাচলের একমাত্র মাধ্যম অটোরিকশাসহ (সিএনজি) সব ধরনের হালকা যানবাহনও বন্ধ ছিল। তীব্র বৃষ্টি উপেক্ষা করে অবরোধ সমর্থনকারীরা শহরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে পিকেটিং করছে। তবে নাশকতা এড়াতে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। দোকানপাট খোলা থাকলেও শপিংমল ও হাটবাজারগুলো ছিল ক্রেতাশূন্য। অফিস আদালত ও ব্যাংকে মানুষের উপস্থিতি ছিল কম। এ অবরোধে তীব্র প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র ঐক্য পরিষদ।

সর্বশেষ খবর