শিরোনাম
রবিবার, ১৯ জুন, ২০১৬ ০০:০০ টা

বখাটের ভয়ে ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুর উপজেলায় বখাটেদের অত্যাচার ও হুমকি-ধামকির কারণে স্কুলে যেতে পারছে না নবম শ্রেণির এক ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। গতকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

জানা যায়, বগুড়ার শেরপুর উপজেলার কালিয়াকৈর পাঁচবাড়য়াি গ্রামের ওই ছাত্রীকে স্থানীয় হাফিজুর রহমানের ছেলে বেল্লাল হোসেন বিভিন্ন সময় নানাভাবে উত্ত্যক্ত করত। ছাত্রীর পরিবার একাধিকবার বিষয়টি বখাটের পরিবারকে জানিয়েও কোনো সমাধান হয়নি। বরং বেল্লাল উত্ত্যক্তের মাত্রা বাড়িয়ে দেয়। সুযোগ পেলেই স্কুলে আসা যাওয়ার পথে ছাত্রীকে দেয় প্রেমের প্রস্তাব। রাজি না হওয়ায় বেল্লালসহ ২-৩ অজ্ঞাত যুবক ছাত্রী ও তার বাবাকে হুমকি-ধামকি দেওয়া অব্যাহত রাখে। ভয়ে ছাত্রী স্কুলে যেতে পারছে না। সংশ্লিষ্ট স্কুলের সহকারী প্রধান শিক্ষক জানান, ওই ছাত্রী পড়াশোনায় খুব ভাল। তার মুখ থেকে ঘটনা শুনে আমি তার বাবার সঙ্গে কথা বলেছি। বখাটেদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। শেরপুর থানার এসআই আব্দুল মজিদ বলেন, অভিযুক্তদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। আসামিরা পলাতক থাকায় ধরা সম্ভব হয়নি।

সর্বশেষ খবর