Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : রবিবার, ১৯ জুন, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ১৮ জুন, ২০১৬ ২২:২৭

মাগুরায় কলেজছাত্রী নিহত

সড়ক দুর্ঘটনা

প্রতিদিন ডেস্ক

মাগুরায় কলেজছাত্রী নিহত

মাগুরায় কলেজছাত্রী নিহত হয়েছেন। এছাড়া কিশোরগঞ্জ, গাজীপুর ও দিনাজপুরে প্রাণ হারিয়েছেন আরও চারজন। প্রতিনিধিদের পাঠানো খবর— মাগুরা-যশোর সড়কের  কেচুয়াডুবি এলাকায় গতকাল দুপুরে সড়ক দুর্ঘটনায় স্বরসতি বালা (২২) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। এ সময় ভ্যানচালকসহ আহত হয়েছেন আরও ২ জন। নিহত স্বরসতি মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। কিশোরগঞ্জ : কটিয়াদীতে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে টমটমের সংঘর্ষে আহাম্মদ আলী (৪৫) ও তাপস (২৫) নামে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত আহাম্মদ আলীর বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার শরীফপুর গ্রামে এবং তাপসের বাড়ি ইটনা উপজেলার দাসপাড়া গ্রামে। গাজীপুর : কালীগঞ্জে ট্রাকচাপায় শরীফ  হোসেন (১৯) নামে এক কাভার্ডভ্যানের  হেলপারের মৃত্যু হয়েছে। নিহত শরীফ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার হুগলী গ্রামের জাকির হোসেনের ছেলে। তিনি ঢাকার তেজগাঁও এলাকার প্যারাগন  কোম্পানির কাভার্ডভ্যানের হেলপার হিসেবে কর্মরত ছিলেন। দিনাজপুর :  কাহারোলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মো. আরিফ (২৭) নামে বাসের হেলপার নিহত হয়েছে। এতে আহত হয়েছেন ২৫ বাস যাত্রী। নিহত আরিফ পঞ্চগড় জেলার জালাশীর মোড় এলাকার মো. আজিজুল হকের  ছেলে। বরিশাল : বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার ছয়মাইল এলাকায় বিআরটিসি ও সাকুরা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন যাত্রী আহত হয়েছে। গতকাল দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর