রবিবার, ১৯ জুন, ২০১৬ ০০:০০ টা

গণগ্রেফতারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

প্রতিদিন ডেস্ক

সারা দেশে সপ্তাহব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর গণগ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল জেলায় জেলায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা জঙ্গীবিরোধী অভিযানের নামে বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার বন্ধ করার দাবি জানান। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—

বরিশাল : সদর রোডে দলীয় কার্যালয়ে উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদের সভাপতিত্বে সমাবেশে আবুল কালাম শাহিন, জিয়াউদ্দিন শিকদার জিয়া, মনিরুল হাসান মনির প্রমুখ বক্তব্য দেন। খুলনা : নগরীর কে ডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে বক্তৃতা করেন, নজরুল ইসলাম মঞ্জু, মোহাম্মদ মনিরুজ্জামান মনি, অ্যাড. গাজী আব্দুল বারী প্রমুখ। বগুড়া : নবাববাড়ি সড়কে দলের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চান, ফজলুল বারী তালুকদার বেলাল, যুবদল সভাপতি সিফার আল বখতিয়ার প্রমুখ। নীলফামারী : কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামানের নেতৃত্বে মিছিল শহর ঘুরে পৌর বাজারে দলীয় কার্যালয় সমাবেশে মিলিত হয়। জহুরুল আলম, মোস্তফা হক প্রধান বাচ্চু প্রমুখ বক্তব্য দেন। ফরিদপুর : জেলা প্রেসক্লাবের সামনে থেকে মিছিল বের হলে ফায়ার সার্ভিস অফিসের সামনে পুলিশ বাধা প্রদান করে। পরে সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন গোলাম মোস্তফা মিরাজ, একেএম কিবরিয়া স্বপন, ইউসুফ হোসেন।

টাঙ্গাইল : অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে মিছিল শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনারে সমাবেশ করে। সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। চুয়াডাঙ্গা : শহীদ আবুল কাশেম সড়কের বিএনপি কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করেন বিএনপি নেতা-কর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন। বক্তব্য দেন— ওয়াহেদুজ্জামান বুলা, এম জেনারেল ইসলাম। কুষ্টিয়া : জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশে সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ সোহরাব উদ্দিন, খন্দকার সাজেদুর রহমান বাবলু, জাকির হোসেন সরকার প্রমুখ।

সর্বশেষ খবর