শুক্রবার, ২৪ জুন, ২০১৬ ০০:০০ টা

শিমরাইল মোড়ে উচ্ছেদ অভিযান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এতে সহায়তা করে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের লোকজন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। এ সময় মহাসড়কের উভয় পাশের অবৈধভাবে গড়ে ওঠা প্রায় শতাধিক অস্থায়ী টং দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে সরকারদলীয় শ্রমিক লীগের কার্যালয় ও প্রভাবশালীদের স্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়নি বলে অভিযোগ করেন হকাররা। নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বদরুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন  সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরাফত উল্যাহ, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ও ট্রাফিক ইন্সপেক্টর মোল্লা তসলিম হোসেন।

সর্বশেষ খবর