শুক্রবার, ১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

৬০ ঘণ্টা পর সন্ধান মিলল আট যুবকের

ভাঙ্গা প্রতিনিধি

ভাঙ্গায় র‌্যাব পরিচয়ে আটজনকে তুলে নেওয়ার ৬০ ঘণ্টা পর তাদের সন্ধান মিলল বরিশাল র‌্যাব ক্যাম্পে। গতকাল বেলা ১১টার দিকে বরিশাল র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আদনান কবির সংবাদ সম্মেলনে মোট ১১ জনকে হাজির করেন। এদের ডাকাত, ছিনতাইকারী ও প্রতারক দলের সদস্য হিসেবে উল্লেখ করেন। এ ১১ জনের মধ্যে আটজন ফরিদপুরের ভাঙ্গার বাসিন্দা, যাদের  র‌্যাব পরিচয়ে গত সোমবার দিবাগত শেষ রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। জানা যায়, সোমবার দিবাগত শেষ রাতে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ও আজিমনগর ইউনিয়নের ৫ গ্রাম থেকে আটজনকে অপহরণ করা হয়। তাদের পরিবারের অভিযোগ, র‌্যাব পরিচয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। এরা হলেন— পুলিয়া গ্রামের কাঠমিস্ত্রি রাধেশ্যাম মণ্ডল, একই গ্রামের অটোচালক রবিদাশ, তারাইল গ্রামের সোহেল মাতুব্বর, জুয়েল মাতুব্বর, ঈশ্বরদী গ্রামের নূর হোসেন, সোহেল মিয়া, কররা গ্রামের ইসরাফিল, ব্রাহ্মণপাড়া গ্রামের সহিদুল ইসলাম।

সর্বশেষ খবর