শুক্রবার, ১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ছারপোকার উৎপাতে নির্ঘুম রাত কাটে রোগীর

শেরপুর প্রতিনিধি

১০০ শয্যার শেরপুর জেলা হাসপাতাল সেবার মানে এ বছর ৬৪ জেলার মধ্যে ২১তম হয়েছে। বাংলাদেশে সরকারিভাবে শ্রেষ্ঠ ২১তম এই হাসপাতালটিতে ছয় মাস ধরে ছারপোকার অত্যাচারে নির্ঘুম রাত কাটছে ভর্তি হওয়া রোগীর। এ খবর জানেন না বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন। আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মোবারক হোসেন এক সপ্তাহ আগে বিষয়টি জেনেছেন বলে স্বীকার করেন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, ছারপোকা দিনেও কামড়ায় আর রাতে রক্ত খেতে পাগল হয়ে যায়। প্রতিটি বিছানায় ছারপোকার অত্যাচারে রোগীরা উঠে বসে থাকেন। যারা একটুআধটু ঘুমান সকালে উঠলে দেখা যায় তাদের শরীর ছারপোকার কামড়ে ফুলে গেছে। গরম যত বাড়ে, ছারপোকার কামড়ের মাত্রা তত বাড়ে। রোগী রাসেল, জুবায়েদুল, কাউছার, কমরদ্দিন ও আয়শা জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর ছারপোকার অত্যাচারে ঘুমাতে না পারায় রোগ আরও বেড়েছে। এ সময় রাসেলের বিছানা তুলে দেখা  যায়, শত শত ছারপোকা কিলবিল করছে। জেলা সিভিল সার্জন এই প্রতিবেদককে বলেন, বিষয়টি আপনার কাছেই প্রথম শুনলাম। দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর