মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

গাইবান্ধায় দুই বাসের সংঘর্ষে নিহত ৫

বিভিন্ন স্থানে আরও ৮

প্রতিদিন ডেস্ক

গাইবান্ধায় দুই বাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মারা গেছে আরও ৮ জন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় রংপুর-ঢাকা মহাসড়কের ধাপেরহাট নামক স্থানে   সোমবার বিকালে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্ততঃ ৫০ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে রংপুর থেকে ঢাকাগামী আদর এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা আলিফ লাইন নামের অপর একটি রংপুরগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয় এবং পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে একজন মারা যান। এ সময় আদর এন্টারপ্রাইজের বাসটি সড়কের পাশে উল্টে যায়। নিহতদের মধ্যে কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকার বক্কর মিয়ার ছেলে আরিফুর রহমান (৩৫) নামে একজনের নাম পরিচয় পাওয়া গেছে। অন্য নিহতদের পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। বরিশাল : বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় বরগুনার বেতাগীগামী প্রাইভেটকার বিপরীতমুখী ট্রাককে সাইড দিতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকারের ২ যাত্রী নিহত এবং ৩ জন আহত হয়েছে। সোমবার ভোররাতে এ দুর্ঘটনার পর আহত ৪ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আমুয়া গ্রামের কবির খলিফার ছেলে বেল্লাল হোসেন ও একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে রনি হাওলাদারকে মৃত ঘোষণা করেন। রাজশাহী : চারঘাটে ভটভটির ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। রবিবার গভীররাতে উপজেলার ঝিকরা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঝিকরা উত্তরপাড়া গ্রামের সুইট হোসেন (২৫) এবং পাশের তালবাড়িয়া পরানপুর গ্রামের আলী হোসেন (২৬)। টাঙ্গাইল :  ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতী, দেলদুয়ার ও ভূঞাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে ও বিকালে এসব দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, বিকালে ঢাকাগামী একটি মাইক্রোবাস ভূঞাপুরে লিংরোডে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক নিহত হয়। অপরদিকে কালিহাতীতে বাস চাপায় চায়না বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এদিকে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকায় বাস-মাইক্রোবাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। এছাড়া কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় মহাসড়ক পারাপারের সময় সৌদি প্রবাসী আবুল কালাম (৩০) নামের এক ব্যক্তি এবং নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে নজরুল ইসলাম নজু নামে এক রাজমিস্ত্রী নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

সর্বশেষ খবর